, ,

এবারের আমন ধানের মরশুমে বাম্পার ফলন পেতে শুধুমাত্র সঠিক বীজ নির্বাচন করলেই চলবে। 

এবারের আমন ধানের মরশুমে বাম্পার ফলন পেতে শুধুমাত্র সঠিক বীজ নির্বাচন করলেই চলবে।

 

কৃষক বন্ধুরা, আমন ধানের মরসুম চলেই এল, আর কিছুদিনের মধ্যেই আমন ধানের বীজতলা প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে।
আমরা এই বারে ‘কৃষিবীর’ টিমের পক্ষ থেকে আমন ধানের পরিচর্যার উপর আপনাদের সম্পূর্ণ ভাবে গাইড করার উদ্যোগ নিচ্ছি। যাতে আপনারা এবারের আমন মরসুমে বাম্পার ফলন পেতে পারেন। তাই দেরি না করে, এখন আমাদের সাথে যুক্ত হয়ে যান। যাতে প্রতিটি ধাপে আপনি সঠিক পরামর্শ পেতে পারেন।

এখানে আমরা আলোচনা করবো আমন ধানের বীজ নির্বাচন নিয়ে। তো কৃষক বন্ধুরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জাতের ধান চাষ হয়।আমরা এই POST তে সমস্ত রকম উচ্চ ফলনশীল জাত গুলির ভালো এবং খারাপ দিক গুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের এলাকায় যে variety টি সহজলভ্য হবে এবং আপনাদের বিক্রি করতে সুবিধা হবে, সেই হিসাবে আপনারা আমন ধানের সঠিক জাত নির্বাচন করবেন।

  • প্রথমেই বলি মোটা ধানের কিছু উচ্চ ফলনশীল, পপুলার Variety সম্পর্কে।

আপনাদের মধ্যে একটি ব্যাপক জনপ্রিয় ধানের variety হল স্বর্ণ ধান। MTU- 7029 স্বর্ণ ধানের একটি ভালো জাত। আপনারা, পান অথবা গঙ্গা কাভেরি কোম্পানির এই MTU-7029 বীজ ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। এটি 135-140 দিনের ধান, 33 শতকে 9 কুইন্টাল এর উপরে ফলন দেয়। জমিতে অতিরিক্ত জল জমে থাকলেও কোনো সমস্যা হয়না। সহজে হেলে পড়েনা।

তবে এই জাতের একটা সমস্যা হল এতে খোলা পচা ও BLB রোগের সম্ভাবনা বেশি থাকে।

তাই আপনারা এর পরিবর্তে PAN- 804 (যমুনা), এই variety টা চাষ করতে পারেন।

এটি লাল স্বর্ণ ধানের মতই বলতে পারেন, 140-145 দিনের ধান, 100-110 cm height হয়, ভালো পরিচর্যা করলে 33 শতকে 9 থেকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন। রোগ প্রতিরোধী তবে এরও একটি নেগেটিভ দিক হল একটু জোরে ঝড় দিলেই হেলে পড়ে যায়।তাই এই variety যারা চাষ করবেন পটাশ সার একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে।

 

আর একটি উচ্চ ফলনশীল Variety হলো NUZIVEEDU কোম্পানীর KANAK (NP- 423)

140 দিনের ধান, 100-105 cm height হয়, শীষ লম্বা হয়, জল সহনশীল, সহজে হেলে পড়ে না, BLB প্রতিরোধী, ফলন 33 শতকে 8.5 কুইন্টাল (20-21 মন)।

# আর একটি Variety হল-
GMS কোম্পানির স্বর্ণ প্লাস।
এটিও 140 দিনের ধান, 90-100 cm height হয়, 33 শতকে 9 কুইন্টাল মতো ফলন দেয়। BLB ও Blast প্রতিরোধী।

* বাংলা দেশ থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন আপনারা মোটা ধানের মধ্যে- ব্রি-ধান 103 এটি একটি ভালো জাত এছাড়া আপনারা ব্রি-ধান 52, ব্রি-ধান 108, ব্রি-ধান 87 এগুলি মধ্যে যেকোনো একটি চাষ করতে পারেন। এগুলি 33 শতকে গড়ে 20 মন প্লাস ফলন দেবে।

 

এছাড়াও BABILON কোম্পানীর বিনা- 17 এটি একটি ভালো এবং খুবই পপুলার একটি variety। 118-120 দিনের ধান, এটি চাষ করলে আপনারা 33 শতকে 20 থেকে 25 মন পর্যন্ত ফলন পেতে পারেন।

# স্বর্ণের পরে যে ধান টি বেশির ভাগ কৃষক বন্ধুরা চাষ করেন সেটি হচ্ছে- মিনিকিট ধান। এই ধানের মধ্যে IET- 4786 variety টা সব থেকে ভালো। এটি 110 দিনের ধান। আপনারা
জয় কিষাণ অথবা গঙ্গা কাভেরি কোম্পানির IET- 4786 বীজ ব্যবহার করতে পারেন, ভালো হয়।
এই variety টা উঁচু জমিতে চাষ করবেন তাহলে ভালো ফলন পাবেন। খুব নীচু জমিতে এটি চাষ করবেন না।

এর আর একটা নতুন আপডেটেড variety হল CR-1018।

মিনিকিট এর বিকল্প হিসাবে NUZIVEEDU কোম্পানী সম্প্রতি “বর্ষা মিনিকিট” (NP-9776) নামক একটি
নতুন ধানের জাত বাজারে এনেছে। এই জাতটি বিশেষভাবে বর্ষাকালে চাষের জন্যই তৈরি করা হয়েছে, 135 দিনের ধান এবং এটি একটি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত। 33 শতকে 22 মনের উপরে ফলন হবে। এটি রোয়ার সময়ে আপনারা গোছে 5-6 করে চারা দিয়ে বসবেন। 33 শতকের জন্য 5-6 কেজি বীজ লাগবে।

# কৃষক বন্ধুরা, চলুন পরে জেনেনিই বেশ কিছু মাঝারি মোটা দানার উচ্চ ফলনশীল ধান বীজ সম্পর্কে-
1. NUZIVEEDU কোম্পানীর NP- 7075। এটি খুব ভালো একটি variety। 145-150 দিনের ধান, ঝড়ে জলে হেলে পড়ে না, BLB ও Blast রোগ প্রতিরোধী, 33 শতকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন দেয়, শীষ লম্বা হয় এবং ধান চিটার পরিমাণও কম হয়।

2. NUZIVEEDU কোম্পানীর আর একটা ভালো variety হল NP-7061 (ইন্দ্রাণী), এটি 140-145 দিনের ধান, 95 cm hight হয়, Blast ও BLB রোগ প্রতিরোধী, গোরা শক্ত হয় সহজে হেলে পড়ে না। 33 শতকে 22 মন প্লাস ফলন দেয়।

আর একটি খুব ভালো ধানের variety হল “Pan Seeds” এর PAN-5027। এটি সরু দানার ধান, খুব সুন্দর, খেতেও সুস্বাদু, 33 শতকে 22-23 মন পর্যন্ত ফলন পাওয়া যায়। এটার দামও ভালো পাওয়া যায়।

বাংলাদেশে থেকে যারা দেখছেন-
তারা মাঝারি-সরু দানার মধ্যে ব্রি-ধান 110 চাষ করতে পারেন। এটি 150 দিনে ধান, ধান গাছ 1-2 দিন জলের নীচে থাকলেও কোনও সমস্যা হয় না, 33 শতকে 20 মন প্লাস ফলন পাওয়া যায়। এছাড়া আপনারা স্বর্ণ-5 এর variety টি চাষ করতে পারেন, এটি 135-140 দিনের ধান, খেতে বেশ সুস্বাদু, 33 শতকে 18-20 মন ফলন দেবে। এছাড়া বিনা-17 এই variety এর কথা তো আপনাদের আগেই বলেছি।

তো কৃষক বন্ধুরা এতক্ষণ যে variety গুলো কথা বল্লাম সেগুলো ছিল সবই রিসার্চড variety এবার কিছু hybrid variety এর কথা বলি-

*Hybrid variety এর মধ্যে আপনারা-
1. Syngenta কোম্পানির S-1011 plus এই variety টা চাষ করতে পারেন। এটি 140-145 দিনের ধান। BLB ও BPH প্রতিরোধী, জলাবদ্ধতা সহনশীল, 33 শতকে 22-25 মন পর্যন্ত ফলন দেয়, 33 শতকের জন্য মাত্র 2 কেজি বীজ লাগবে, 15 জুন থেকে 15 জুলাই এর মধ্যে বীজতলা তে বীজ বপন করতে হবে।

2. আর একটি ভালো hybrid variety হল BAYER কোম্পানির Arize-6444 Gold, এটি 130-135 দিনের ধান, রোগ প্রতিরোধী, 33 শতকে 22 মনের উপরে ফলন পাওয়া যাবে। এটি বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন ।

# এর পর বলি বসমতি ধানের কিছু ভালো variety সম্পর্কে-
বসমতি ধানের মধ্যে আপনারা:
Basmoti-1509 এই variety টা চাষ করতে পারেন। 33 শতকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাবেন।
এছাড়া আর একটা উচ্চ ফলনশীল Variety হল PB- 1718, এটি 110 দিনের ধান, 33 শতকে 9 কুইন্টাল ফলন পাবেন।
এছাড়াও আর একটি Variety হলো PUSA-1847, এটি 125 দিনের ধান, এর ফলন সব চেয়ে বেশি, 33 শতকে 9 থেকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়।

তো কৃষক বন্ধুরা এই ছিল আমন ধানের বীজ নির্বাচন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এর পরবর্তী POST তে আমরা আমন ধানের বীজ শোধন, এবং বীজতলা তৈরি ও পরিচর্যা নিয়ে আলোচনা করব।

কৃষক বন্ধুরা, এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের whatsapp group এখনও যুক্ত হননি description বক্স এ গ্রুপের লিঙ্ক দেওয়া রইল। আপনার কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে খুব দ্রুত আমাদের কৃষি বীর Community তে যুক্ত হয়ে যান।

POSTটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করুন এবং অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমন ধান চাষ সম্পর্কিত আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্স এ জানাতে পারেন। আর আমাদের PAGETIKE FOLLOW করতে ভুলবেন না।

‘কৃষি বীর’
“আপনার সমস্যা, আমাদের সমাধান”
ধন্যবাদ।

Tags

About Us

krishiveer

Krishi Veer

We’re here to assist you with all your agricultural needs and inquiries. Whether you have questions about our services, need support, or simply want to share your thoughts.

Follow Us On Social Media