এই আমন মৌসুমে বেশি ফলন পেতে হলে অবশ্যই সঠিক বীজ নির্বাচন করতে হবে।
কৃষক বন্ধুরা, আমন ধানের মরসুম চলেই এল, আর কিছুদিনের মধ্যেই আমন ধানের বীজতলা প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে।
আমরা এই বারে ‘কৃষিবীর’ টিমের পক্ষ থেকে আমন ধানের পরিচর্যার উপর আপনাদের সম্পূর্ণ ভাবে গাইড করার উদ্যোগ নিচ্ছি। যাতে আপনারা এবারের আমন মরসুমে বাম্পার ফলন পেতে পারেন। তাই দেরি না করে, এখন আমাদের সাথে যুক্ত হয়ে যান। যাতে প্রতিটি ধাপে আপনি সঠিক পরামর্শ পেতে পারেন।
এখানে আমরা আলোচনা করবো আমন ধানের বীজ নির্বাচন নিয়ে। তো কৃষক বন্ধুরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জাতের ধান চাষ হয়। আমরা এই পোস্টেে সমস্ত রকম উচ্চ ফলনশীল জাত গুলির ভালো এবং খারাপ দিক গুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের এলাকায় যে ভ্যারাইটি-টি সহজলভ্য হবে এবং আপনার স্থানীয় এলাকায় সহজেই বিক্রি করতে পারবেন, সেই হিসাবে আপনারা আমন ধানের সঠিক জাত নির্বাচন করবেন।
প্রথমেই বলি মোটা ধানের কিছু উচ্চ ফলনশীল, পপুলার Variety সম্পর্কে।
আপনাদের মধ্যে একটি ব্যাপক জনপ্রিয় ধানের variety হল স্বর্ণ ধান। MTU- 7029 স্বর্ণ ধানের একটি ভালো জাত। আপনারা, পান অথবা গঙ্গা কাভেরি কোম্পানির এই MTU-7029 বীজ ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। এটি 135-140 দিনের ধান, 33 শতকে 9 কুইন্টাল এর উপরে ফলন দেয়। জমিতে অতিরিক্ত জল জমে থাকলেও কোনো সমস্যা হয়না। সহজে হেলে পড়েনা।
*তবে এই জাতের একটা সমস্যা হল এতে খোলা পচা ও BLB রোগের সম্ভাবনা বেশি থাকে।
তাই আপনারা এর পরিবর্তে PAN- 804 (যমুনা), এই ভ্যারাইটি টা চাষ করতে পারেন।
এটি লাল স্বর্ণ ধানের মতই বলতে পারেন, 140-145 দিনের ধান, 100-110 সেন্টিমিটার উচ্চতা হয়, ভালো পরিচর্যা করলে 33 শতকে 9 থেকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন। রোগ প্রতিরোধী তবে এরও একটি নেগেটিভ দিক হল একটু জোরে ঝড় দিলেই হেলে পড়ে যায়।তাই এই variety যারা চাষ করবেন পটাশ সার একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে।
আর একটি উচ্চ ফলনশীল ভ্যারাইটি হলো- NUZIVEEDU কোম্পানীর KANAK (NP- 423)।
এটি 140 দিনের ধান, 100-105 সেন্টিমিটার উচ্চতা হয়, শীষ লম্বা হয়, জল সহনশীল, সহজে হেলে পড়ে না, BLB প্রতিরোধী, ফলন 33 শতকে 8.5 কুইন্টাল (20-21 মন)।
এবং আরো একটি ভ্যারাইটি হল- GMS কোম্পানির স্বর্ণ প্লাস।
এটিও 140 দিনের ধান, 90-100 সেন্টিমিটার উচ্চতা হয়, 33 শতকে 9 কুইন্টাল মতো ফলন দেয়। BLB ও Blast (ঝলসা) রোগ প্রতিরোধী।
* বাংলা দেশ থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন- আপনাদের জন্য বলি মোটা ধানের মধ্যে ব্রি-ধান 103, এটি একটি ভালো জাত। এছাড়া আপনারা ব্রি-ধান 52, ব্রি-ধান 108, ব্রি-ধান 87 এগুলি মধ্যে যেকোনো একটি চাষ করতে পারেন। এগুলি 33 শতকে গড়ে 20 মন প্লাস ফলন দেবে।
এছাড়াও BABILON কোম্পানীর বিনা- 17, এটি একটি ভালো এবং খুবই পপুলার একটি ভ্যারাইটি। 118-120 দিনের ধান, এটি চাষ করলে আপনারা 33 শতকে 20 থেকে 25 মন পর্যন্ত ফলন পেতে পারেন।
স্বর্ণের পরে যে ধান টি বেশির ভাগ কৃষক বন্ধুরা চাষ করেন সেটি হচ্ছে- মিনিকিট ধান। এই ধানের মধ্যে IET- 4786 ভ্যারাইটি টা সব থেকে ভালো। এটি 110 দিনের ধান। আপনারা ‘জয় কিষাণ’ অথবা ‘গঙ্গা কাভেরি’ কোম্পানির IET- 4786 বীজ ব্যবহার করতে পারেন, ভালো হয়।
এই IET- 4786 ভ্যারাইটি টা উঁচু জমিতে চাষ করবেন তাহলে ভালো ফলন পাবেন। খুব নীচু জমিতে এটি চাষ করবেন না।
*এর আর একটা নতুন আপডেটেড ভ্যারাইটি হল CR-1018।
মিনিকিট এর বিকল্প হিসাবে NUZIVEEDU কোম্পানী সম্প্রতি “বর্ষা মিনিকিট” (NP-9776) নামক একটি নতুন ধানের জাত বাজারে এনেছে। এই জাতটি বিশেষভাবে বর্ষাকালে চাষের জন্যই তৈরি করা হয়েছে, 135 দিনের ধান এবং এটি একটি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত। 33 শতকে 22 মনের উপরে ফলন হবে। এটি রোয়ার সময়ে আপনারা গোছে 5-6 করে চারা দিয়ে বসবেন। 33 শতকের জন্য 5-6 কেজি বীজ লাগবে।
আর একটি খুব ভালো ধানের ভ্যারাইটি হল ‘পান সিডস্’ এর PAN-5027। এটি সরু দানার ধান, খুব সুন্দর, খেতেও সুস্বাদু, 33 শতকে 22-23 মন পর্যন্ত ফলন পাওয়া যায়। এটার দামও ভালো পাওয়া যায়। এটিও মিনিকিটের বিকল্প হিসাবে আপনারা চাষ করতে পারবেন।
এছাড়াও আপনারা মিনিকিটের বিকল্প হিসাবে Savannah seeds (সাভানা সিডস্) এর GK VARDAN (জি. কে. বরদান) এই ভ্যারাইটি-টা চাষ করতে পারেন। এটি 105-110 দিনের ধান, সহজে হেলে পড়ে না, ধানের শীষ লম্বা হয়। ফলনশীল, ওজনদার এবং সর লম্বাটে-সরু দানার ধান। এর চালের ভাত খেতেও খুব সুস্বাদু হয়, খারিফ এবং রবি দুই মরসুমেই আপনারা চাষ করতে পারবেন।
কৃষক বন্ধুরা, চলুন এবার জেনেনিই বেশ কিছু মাঝারি মোটা দানার উচ্চ ফলনশীল ধান বীজ সম্পর্কে-
1. NUZIVEEDU কোম্পানীর NP- 7075: এটি খুব ভালো একটি ভ্যারাইটি। 145-150 দিনের ধান, ঝড়ে জলে হেলে পড়ে না, BLB ও Blast (ঝলসা) রোগ প্রতিরোধী, 33 শতকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন দেয়, শীষ লম্বা হয় এবং ধান চিটার পরিমাণও কম হয়।
2. NUZIVEEDU কোম্পানীর আর একটা ভালো variety হল NP-7061 (ইন্দ্রাণী), এটি 140-145 দিনের ধান, সেন্টিমিটার উচ্চতা হয়, এটিও Blast ও BLB রোগ প্রতিরোধী, গোরা শক্ত হয় সহজে হেলে পড়ে না। 33 শতকে 22 মন প্লাস ফলন দেয়।
বাংলাদেশে থেকে যারা দেখছেন-
তারা মাঝারি-সরু দানার মধ্যে ব্রি-ধান 110 চাষ করতে পারেন। এটি 150 দিনে ধান, ধান গাছ 1-2 দিন জলের নীচে থাকলেও কোনও সমস্যা হয় না, 33 শতকে 20 মন প্লাস ফলন পাওয়া যায়। এছাড়া আপনারা স্বর্ণ-5 এর ভ্যারাইটি টি চাষ করতে পারেন, এটি 135-140 দিনের ধান, খেতেও বেশ সুস্বাদু, 33 শতকে 18-20 মন ফলন দেবে। এছাড়া বিনা-17 এই ভ্যারাইটি এর কথা তো আপনাদের আগেই বলেছি।
তো কৃষক বন্ধুরা এতক্ষণ যে ভ্যারাইটি গুলো কথা বল্লাম সেগুলো ছিল সবই রিসার্চড ভ্যারাইটি এবার কিছু হাইব্রিড ভ্যারাইটি এর কথা বলি-
হাইব্রিড ভ্যারাইটি এর মধ্যে আপনারা-
1. Syngenta কোম্পানির S-1011 plus এই ভ্যারাইটি টা চাষ করতে পারেন। এটি 140-145 দিনের ধান। BLB ও BPH (বাদামী শোষক) প্রতিরোধী, জলাবদ্ধতা সহনশীল, 33 শতকে 22-25 মন পর্যন্ত ফলন দেয়, 33 শতকের জন্য মাত্র 2 কেজি বীজ লাগবে, 15 জুন থেকে 15 জুলাই এর মধ্যে বীজতলা তে বীজ বপন করতে হবে।
2. আর একটি ভালো হাইব্রিড ভ্যারাইটি হল BAYER কোম্পানির Arize-6444 Gold, এটি 130-135 দিনের ধান, রোগ প্রতিরোধী, 33 শতকে 22 মনের উপরে ফলন পাওয়া যাবে। এটি বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন ।
এর পর বলি বসমতি ধানের কিছু ভালো ভ্যারাইটি সম্পর্কে-
বসমতি ধানের মধ্যে আপনারা: Pusa Basmati-1509 এই ভ্যারাইটি টা চাষ করতে পারেন। 33 শতকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাবেন।
এছাড়া আর একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি হল PB- 1718, এটি 110 দিনের ধান, 33 শতকে 9 কুইন্টাল ফলন পাবেন।
এছাড়াও আর একটি ভ্যারাইটি হলো Pusa Basmati-1847, এটি 125 দিনের ধান, এর ফলন সব চেয়ে বেশি, 33 শতকে 9 থেকে 10 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়।
তো কৃষক বন্ধুরা এই ছিল আমন ধানের বীজ নির্বাচন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এর পরবর্তী পোস্টে আমরা আমন ধানের বীজ শোধন, এবং বীজতলা তৈরি ও পরিচর্যা নিয়ে আলোচনা করব।
কৃষক বন্ধুরা, এখানেই শেষ করছি। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হননি ওয়েবসাইটে এ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে রইল। আপনার কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে খুব দ্রুত আমাদের ‘কৃষি বীর কমিউনিটি’ তে যুক্ত হয়ে যান।
পোস্টটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করুন এবং অন্য কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমন ধান চাষ সম্পর্কিত আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্স এ জানাতে পারেন। আর আমাদের পেইজ টিকে ফলো করতে ভুলবেন না।
‘কৃষি বীর’
“আপনার সমস্যা, আমাদের সমাধান”
ধন্যবাদ।








